বদরপুরসহ অসমে পাঁচটি স্টেশনে করোনা মোকাবেলায় রেল বিভাগ প্রস্তুত

বদরপুরসহ অসমে পাঁচটি স্টেশনে করোনা মোকাবেলায় রেল বিভাগ প্রস্তুত
২০ কামড়া হাসপাতালে ৩৬০ রোগীর এক সঙ্গে চিকিৎসা

Published: 7 May 2021

অরুপ রায়, করিমগঞ্জ( ভারত) :

ভারতের অন্য রাজ্যের সঙ্গে অসমের বিভিন্ন জেলায় করোনার দ্বিতীয় ঢেউর প্রভাব পরেছে । বরাক উপত্যকায় গড়ে প্রতিদিন একজনের মৃত্যু হচ্ছে । প্রায় দুশোত লোক প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন । পরিস্তিতি যে কোন সময় নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে । রাজ্য সরকার প্রতিটি জেলায় করোনা মৌকাবিলার জন্য নানা পদক্ষেপ নিয়েছে । বরাক উপত্যকায় শিলচর মেডিকেল কলেজে অক্সিজেনের নিজেস্ব প্রকল্প গড়ে তুলেছে । করিমগঞ্জ হাসপাতালে কুড়ি বেডের ভেন্টিলেশন  প্রকল্প গড়ে তুলে হচ্ছে।

কিন্তু বরাকে যে ভাবে পরিস্তিতি দিনদিন বৃদ্বি পাচ্ছে সে ক্ষেত্রে বিকল্প চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর পূর্ব রেলের কর্তৃপক্ষ। ২০ কি কামড়ার আস্ত একটি ট্রেন কে হাসপাতালে তৈরি করা হয়। কুড়িটি কামড়ায় ৩৬০ জন রোগীর এক সঙ্গে চিকিৎসা চলবে । প্রতিটি কামড়ায় ১৮ জন রোগীর বেড ব্যবস্থাকরা হয়েছে । হাসপাতাল ট্রেন যখন রাজ্য সরকার চাইবে তখন তাদের হাতে তুলে দেওয়া হবে । তবে হাসপাতাল ট্রেনে ডাক্তার,নার্স,স্বাস্থ্য কর্মী নিযুক্তি দিতে হবে । ট্রেনের প্রতিটি কামরায় অক্সিজেনের ব্যবস্তা আছে তবে অক্সিজেন ভরতে হবে। বরাকে বিকল্প হাসপাতাল। দুএকদিনের। মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে রেল কর্তৃপক্ষ থেকে একটি বিশেষ সূত্রে জানা গেছে।
এদিকে বদরপুর ছাড়া গুয়াহাটি, লামডিং, বঙ্গাইগাঁও,তিনসুকিয়া রেল স্টেশনে গুলিতে রেলের কামরায় কোভিড হাসপাতাল গড়ে তোলা হয়েছে।