কোভিড এর ওষুধ করমুক্ত করতে মোদিকে মমতার চিঠি

Published: 9 May 2021

পোস্ট ডেস্ক :


তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটির পর একটি পত্রাঘাত করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রবিবার মমতা চতুর্থ চিঠিটি দিলেন প্রধানমন্ত্রীকে। এবার তাঁর দাবি, করোনা ভারতে থাবা গেড়ে বসেছে। এবার প্রধানমন্ত্রী কোভিড এর যাবতীয় ওষুধপত্র ও অক্সিজেন সিলিন্ডারের মত প্রয়োজনীয় সামগ্রীর ওপর থেকে যেন কর প্রত্যাহার করে নেন। জি এস টির জন্যে জীবনদায়ী ওষুধ এবং সরঞ্জামের দাম উঁচু হারে বাঁধা। মুখ্যমন্ত্রী লিখেছেন, সাধারণ মানুষ দাম কমলে উপকৃত হবেন। এখন যা অবস্থা তাতে অনেকে ওষুধ ও অক্সিজেন সংগ্রহ করতে পারছেন না। চিঠিতে মমতা প্রধানমন্ত্রীকে লিখেছেন, বাংলার জন্যে অবিলম্বে তিনি ভ্যাকসিন পাঠানোর জন্যে।
তিনি লিখেছেন, প্রয়োজনে বাংলা ভ্যাকসিন কিনে তা বিনামূল্যে বিতরণ করবে বলে জানিয়েছেন।