কোভিড নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্প্যানিশদের উৎসব

Published: 9 May 2021

পোস্ট ডেস্ক :


কোভিড মহামারি নিয়ন্ত্রণে আসায় এ সংক্রান্ত বাধানিষেধ তুলে নিয়েছে স্পেন। এ উপলক্ষে রাস্তায় নেমে উৎসব করেছেন দেশটির হাজার হাজার মানুষ। এসময় তারা নাচে গানে মেতে ওঠেন। অনেককেই ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে স্লোগান দেয় রাস্তায়। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, শনিবার রাজধানী মাদ্রিদের পুয়ের্তা দেল সল স্কয়ারে জড়ো হন হাজারো মানুষ। ইংরেজি নববর্ষ উদযাপনের মতো করে তারা সেখানে নানা আয়োজনে মেতে ওঠেন। বেশিরভাগই বয়সে ছিল তরুণ। তবে উৎসবে যোগ দিয়েছেন অনেক বয়স্করাও।
বড় উৎসব দেখা গেছে বার্সেলোনাতেও। সেখানে সমুদ্রতীরে বিচ পার্টিতে যোগ দিয়েছেন শত শত মানুষ।

যদিও কার্ফিউয়ের সময় আরো ২ ঘন্টা বাকি থাকায় পুলিশ শেষ বারের মতো কড়াকড়ি করেছে কিছু জায়গায়। তবে রাত ১২ টার পরেই মানুষের ঢল নামে রাস্তায়। একে অপরকে জড়িয়ে ধরে নাচ গান করতে থাকে তরুণরা। ২৮ বছর বয়সী পাউলা গার্সিয়া বলেন, আমাদের মতো তরুণরা গত কয়েকদিন ধরে আটকা পরে ছিলাম। এখন আমরা এই গ্রীষ্মটা উপভোগ করার স্বাধীনতা পেয়েছি।