মসজিদে আকসায় ঈদের জামাতে লাখো মুসল্লি
পোস্ট ডেস্ক :
জেরুজালেমে ইসরায়েলের হামলা ও আতঙ্কের মধ্যে মসজিদে আকসায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এক লাখের বেশি মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। ঈদের জামাতের পর হামলায় শহিদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের ইসলামিক ইনডোমেন্ট অ্যাফেয়ার্স জানায়, ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মসজিদে আকসা চত্বরে মুসল্লিরা আসতে শুরু করে। ঈদের নামাজের পর অধিকৃত গাজা ও পশ্চিম তীরে শহিদদের জন্য গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়।
গত সোমবার থেকে ইসরায়েলি সেনাদের অবিরত হামলায় ১৭ জন শিশু ও সাতজন নারীসহ মোট ৬৯ জন ফিলিস্তিনি নিহত হন। ঈদের দিনও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
সূত্র : আনাদোলু এজেন্সি