জুড়ীতে জেলা পরিষদের করোনা সুরক্ষা সামগ্রী ও চাল বিতরণ

Published: 22 May 2021

জুড়ী প্রতিনিধি :


শেখ হাসিনার সরকার জনগণের সরকার।অতিতে অনেক সরকার আপনারা দেখেছেন।বুুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যেভাবে মানুষের সহযোগিতা করে যাচ্ছেন, এভাবে অতিতে কোনো সরকার করতে পারে নাই।আমি কাউকে আলাদা চোখে দেখিনা। জেলা পরিষদ তহবিল থেকে জেলার ৬৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী সমবন্টন করে যাচ্ছি। মানুষ বুঝে,ভোটাররা বুঝে শুনেই জনপ্রতিনিধি নির্বাচিত করে।আমরা নেতারা মনে করি তারা বুঝে না।আসলে কথাটি সঠিক নয়।আপনি মানুষের কাজ করবেন।মানুষ আপনাকে বার বার নেতা নির্বাচিত করবে।
কথাগুলো বলেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

জেলা পরিষদ মৌলভীবাজার কর্তৃক করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধকল্পে জনসাধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ স্বাস্হ্য সুরক্ষার উপকরণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা বদরুল হোসেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন,জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ , রনজিতা শর্মা,জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম,তরফদার রেজওয়ানা আক্তার সুমি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পঃজুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ,গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন,জায়ফরনগর ইউনিয়ন
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মাসুক মিয়া,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুব আলম রওশন মেম্বার, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ ,অর্থ সম্পাদক কামরুল ইসলাম নোমান,এশিয়ান টিভি প্রতিনিধি জাফর ইমামী সায়েম,জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাদ আহমদ,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাখন,সাধারণ সম্পাদক সাঈম আহমদ শাহীন, উপজেলা আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, জায়ফরনগর ইউপি সদস্য ফজলু মিয়া বজলু,মোঃ সিরাজুল ইসলাম, ফয়জুল ইসলাম কালা,রোসনা বেগম,,সাগরনাল ইউপি সদস্য ময়নুল ইসলাম জুনেদ,মোঃ তারা মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা উলামালীগের সভাপতি রুস্তুম আলী, গীতা পাঠ করেন ওম প্রকাশ।
অনুষ্টানে জেলা পরিষদের তহবিল হইতে জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের হাতে করোনা সুরক্ষা ২৫২৫ টি প্যাকেট ও ৪৮০ জন অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৮ কেজি করে চাল বিতরণ করা হয়।