দুই ভাইয়ের সাক্ষাতে যে কথা হয়েছে
বিশেষ সংবাদদাতা :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শনিবার বিকালে জাতীয় সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসভবনে দেখা করতে যান কাদের মির্জা। পরে তিনি সাংবাদিকদের বলেন, কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাকে ন কিছু নির্দেশনা দিয়েছেন।