মালিতে অভ্যুত্থানের নেতা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

Published: 29 May 2021

পোস্ট ডেস্ক :


মালিতে সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া কর্নেল আসিমি গোইটা’কে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার দিনশেষে এ আদেশ দেয়া হয়। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন আসিমি গোইটা। একই সময়ে তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান পদবি ব্যবহার করতে পারবেন। আদালত বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও পদত্যাগ করার ফলে প্রেসিডেন্ট পদে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে আদালত। এর আগে ৩৮ বছর বয়সী এই কর্নেল ছিলেন বাহ এনদাওয়ের একজন ডেপুটি। গত সোমবার মন্ত্রীপরিষদে রদবদল করেন এনদাও। তার মন্ত্রীপরিষদে থাকা দু’জন সেনা কর্মকর্তা এতে বাদ পড়েন।
এরপরই সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেন কর্নেল আসিমি গোইটা। গ্রেপ্তার করেন বাহ এনদাওকে। এরপর বুধবার আটক অবস্থায় পদত্যাগ করেন প্রেসিডেন্ট বাহ এনদাও। পরে তাকে মুক্তি দেয়া হয়েছে। উল্লেখ্য, মালিতে এই সামরিক অভ্যুত্থান এবং সেনাবাহিনীর ক্ষমতা কেড়ে নেয়ার ঘটনায় কিভাবে সিদ্ধান্ত নেয়া হবে তা নিয়ে রোববার বৈঠকে বসার কথা রয়েছে পশ্চিম আফ্রিকার নেতাদের। তার আগেই মালির আদালত ওই সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এ নিয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার দেশের ক্ষমতা কেড়ে নিলেন আসিমি গোইটা। গত আগস্টে তরুণ এই কর্ণেল সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেন। তখন তিনি ক্ষমতাচ্যুত করেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বুবকর কেইতাকে। দুর্নীতি এবং সশস্ত্র গ্রুপগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এই অভ্যুত্থান ঘটে। কিন্তু অভ্যুত্থানের পরই আঞ্চলিক অবরোধের হুমকিতে পড়ে আসিমি গোইটা এবং অন্য অভ্যুত্থানের নেতারা অন্তর্বর্তী একটি সরকারের হাতে ক্ষমতা দিতে সম্মত হয়। এর মধ্য দিয়ে সেখানে বেসামরিক ক্ষমতা ফিরে আসে। এই অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হয় আসিমি গোইটাকে। তার অধীনস্ত সেনা সদস্যদের দেয়া হয় মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ পদ।