হোয়াটসঅ্যাপে এলো ফাস্ট প্লেব্যাক

Published: 13 June 2021

পোস্ট ডেস্ক :


ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ প্রযুক্তি আরও উন্নত করেছে। ইতোমধ্যে তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফাস্ট প্লেব্যাক ফিচার লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা টাইপ করতে বা ফোনে কথা বলতে পছন্দ করেন না। সেক্ষেত্রে ভয়েস মেসেজের সাহায্য নেন তারা। নিজের বক্তব্য মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেন। ফলে টাইপও করতে হয় না। কথাও বলতে হয় না। কিন্তু পৌঁছে দেওয়া যায় নিজের বক্তব্য। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, এ নতুন ফিচার ফাস্ট প্লেব্যাকের দ্বারা এবার সেই মেসেজের স্পিড বা গতিও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। এবার হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস মেসেজ এলে, তার পাশে দেখাবে ৩টি স্পিড অপশন- 1x, 1.5x, এবং 2x। এদের মধ্যে কোনো একটি বেছে নিলেই সেই নির্দিষ্ট স্পিডে ভয়েস মেসেজটি শোনা যাবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দাবি করেছে, আজকালকার ব্যস্তজীবনে এ নতুন ফিচার অনেকটাই সময় বাঁচাবে। এছাড়া এমন অনেকেই রয়েছেন, যারা দীর্ঘ ভয়েস মেসেজ পাঠান।