জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
জুড়ী প্রতিনিধি :

জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আবু মুসা (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু মুসা ভোগতেরা গ্রামের লাল মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল বাসিত এর বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরে তার সাথে থাকা শ্রমিকেরা উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে মারা যায় ।




