গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এসই রিজিয়নের ইসি মিটিং ও ঈদ পূনর্মিলনী অনুষ্টিত
সংবাদদাতা :
গত ১৩ জুন রবিবার,বিকাল ৬টায় ইস্ট লন্ডনের জিএসসি,র কেন্দ্রীয় কার্যালয়ে রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের কার্যকরি কমিটির মিটিং ও ঈদ পূনর্মিলনী অনুষ্টিত হয়। সাউথইস্টের চেয়ার জনাব মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জনাব ফজলুল করিম চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে পরবর্তী করনীয় তথা সাউথ ইস্টের বিভিন্ন ব্রাঞ্চের নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্টানের শুরুতে মাওলানা আব্দুল কুদ্দুছ কোরআন তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য রাখেন চেয়ার মোহাম্মদ ইসবাহ উদ্দিন। মিটিং এর এজেন্ডা জানিয়ে দেন সেক্রেটারী জনাব ফজলুল করিম চৌধুরী।
সবাইকে মেম্বারশীপ কার্ড বুঝিয়ে দেন সেক্রেটারী ফজলুল করিম চৌধুরী। কখন কোন ব্রাঞ্চের নির্বাচন অনূষ্টিত হবে আলোচনা করে তারিখ নির্ধারন করা হয় এবং সেক্রেটারীকে দায়িত্ব দেয়া হয় বিভিন্ন ব্রাঞ্চকে জানিয়ে দেয়ার জন্য।
নেতৃবৃন্দ বলেন মৌলভীবাজারে জিএসসি ভবনের জন্য একজন মহিলা জমি অনুদান করেছেন। জি এস সি সাউথইস্টের এ সভা একটি পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে। প্রজেক্টের লক্ষ্য হল কেমন করে সিলেট শহর ও লন্ডন শহরে জিএসসির ভবন নির্মান করা যায়। এ ব্যাপারে কেন্দ্রীয় ও ১২ টি রিজিয়নের নেতৃবৃন্দের সাথে যোগাযোগের দায়িত্ব দেয়া হয়েছে সাউথইস্টের সেক্রেটারী ফজলুল করিম চৌধুরীকে।
জি এস সি সাউথ ইস্টের এ সভায় উপস্থিত প্রায় সকলেই ১০০০(একহাজার পাউন্ড করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
কি ভাবে কবে বরাবরের মত সামার ট্রিপে যাবেন, তা নিয়ে ও আলোচনা করা হয়। এ ব্যাপারে ২৫ জুলাই ট্রিপে যাওয়ার জন্য তারিখ নির্ধারন করা হয়েছে। পরিকল্পনার দায়িত্ব দেয়া হয়েছে, ট্রেজারার জনাব সূফী সোহেলকে। তিনি যথাসময়ে কি কি করনীয় তা সকলকে অবহিত করবেন।
সভার শেষ পর্যায়ে মহামারীর কারনে যে সমস্ত মেম্বারগণ যথাক্রমে: আব্রুজ আলী, দেওয়ান হাবীব চৌধুরী, গোলজার হোসেন, কবি নজরুল ইসলাম ও কাউন্সিলার ফয়জুর রহমানের মা-সহ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়। সে সাথে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। দোয়া পরিচালনা করেন মওলানা রফিক আহমদ। বিভিন্নজন তাদের বাসা থেকে সুস্বাদু মিষ্টি নিয়ে এসেছেন, এবং পরিবেশন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, তারা হলেন, আব্দুল আজিজ,আঃ গফুর, আব্দুল মালিক কুটি, সূফী সোহেল আহমদ, মামুনুর রশিদ, মওলানা রফিক আহমদ, মওলানা আঃ কুদ্দুছ, জাহাংগীর খান, সাংবাদিক ছমির উদ্দিন, এ রহমান অলি, মোহাম্মদ আবুল কালাম, দেলওয়ার হোসেন, জাকির হোসেন, আজম আলীসহ আর ও অনেকে।