লকডাউনের পঞ্চম দিনে জুড়ীতে কঠোর অবস্থানে প্রশাসন
জুড়ী প্রতিনিধি :
করোনার বিস্তার সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের পঞ্চম দিনে কঠোর অবস্থানে মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৬ টি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এসময় জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্তর, বড়লেখা রোড, বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা, এবং কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারে অভিযান করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৫(২) ধারা অনুযায়ী ১৬ মামলায় ৩০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা, সহাকারি কমিশনার (ভুমি) সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ মাহাদী, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। অতি জরুরি প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকেও পড়েছেন অনেকে। হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ পালনে নিরবিচ্ছিন্ন টহল, ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সকল বিধিনিষেধ কার্যকর করতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে