ভোটে না জিতলেও মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন মমতা

Published: 7 July 2021

পোস্ট ডেস্ক :


এখনও দুটি ধাপ বাকি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ও রাষ্ট্রপতির বিলে সই করা। কিন্তু বাংলায় বিধান পরিষদ গঠন করার প্রাথমিক বিলটি পাস হয়ে গেল বিধানসভায়। বিলের পক্ষে ১৯৬টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ৬৯টি। বিজেপি অভিযোগ করেছে যে, তৃণমূল সরকার ব্যাকডোর পলিটিক্স করছে। এর ফলে হেরে যাওয়া তৃণমূল নেতারা বিধান পরিষদের সদস্য হয়ে মন্ত্রী হতে পারবেন। এমনকি মন্ত্রী হওয়ার জন্যে ভোটেও জিততে হবে না। উদাহরণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টিকে তুলে ধরেন তারা।

বলেন, মমতা উপ নির্বাচনে জিতে না এলেও বিধান পরিষদের সদস্য হিসেবে মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন। বিধান পরিষদ অবশ্য রাজ্যে নতুন নয়। ১৯৫২ থেকে ১৯৬৯ পর্যন্ত বাংলায় বিধান পরিষদ ছিল। রাজ্যে মোট বিধান পরিষদের সদস্য সংখ্যা বর্তমান অবস্থায় ৯৮ পর্যন্ত হতে পারে। বর্তমানে দেশের ছটি রাজ্যে বিধান পরিষদ আছে। রাজ্যগুলি হল- উত্তরপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার ও অন্ধ্র প্রদেশ।