সারিকা মকবুল সেন্টআইভসের সিটি কাউন্সিলর নির্বাচিত

Published: 7 July 2021

স্টাফ রিপোর্টার :

কেম্ব্রিজ শায়ারের সেন্টআইভস টাউন কাউন্সিলে প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন একজন ব্রিটিশ বাংলাদেশী নারী কাউন্সিলর। তার নাম সারিকা মকবুল।
কেম্ব্রিজ থেকে মাত্র ১৭ মাইল দুরে ছোট্ট শহর সেন্টআইভস। সেখানে স্বল্প সংখ্যক বাঙ্গালীর বসবাস। আর সেই টাউন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সারিকা মকবুল। তিনি সেখানকার ব্যবসায়ী মকবুল আহমদ এর কন্যা। বাবার উৎসাহে সারিকা মূলত মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন।
এ প্রসঙ্গে সারিকা মকবুল বলেন, আমার বাবার উৎসাহে আমি ছোট্টকাল থেকে কমিউনিটির কল্যাণকর কাজে আত্মনিয়োগ করি।
সেন্টআইভসে বড় হওয়া সারিকা মকবুল আজিবন মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চান। এ জন্য কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সারিকা মকবুলের বাবার বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ^র গ্রামে। তাঁর বাবার নামে গোলাপগঞ্জের ভাদেশ^রে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মকবুল আহমদও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।