জগন্নাথপুরে আহত পুলিশের মৃত্যু

Published: 16 July 2021

জগন্নাথপুর সংবাদদাতা :

সুনামগঞ্জের জগন্নাথপুরে আহত সেই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ সদস্যের অকাল মৃত্যুতে জগন্নাথপুর থানায় বইছে শোকের ছায়া।
জানা গেছে, গত ১৩ জুলাই স্থানীয় হেলিপ্যাড এলাকায় কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য জনি মিয়া গুরুতর আহত হন। তিনি জামালপুর জেলার সদর থানার বেলবেলিয়া গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে সিলেট উইমেন্স হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১৬ জুলাই শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।