বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ

বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ
রাতেও পাহারা দিচ্ছে বিপুল সংখ্যক পুলিশ, আপোশ মিমাংসার উদ্যোগ

Published: 24 July 2021

এম. হাসানুল হক উজ্জ্বল :

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাঠ ভাংচুর করা হয়। বিয়ানীবাজার থেকে থানা বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে অনেকটা ব্যর্থ হলে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে। পরে সিলেট থেকে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে দীর্ঘ ৩ ঘন্টা সংঘর্ষ চলার পর পরিস্থিতি শান্ত হয়। রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে। রাজনৈতিক নেতারা বলছেন, উভয় পক্ষ আপোশ মিমাংসায় সম্মত হয়েছেন। তারপরও আনাকাঙ্খিত ঘটনা ঘটার আশংকা অনেকের।

জানাযায়, আলীনগর ও টিকরপাড়া গ্রামের দুইজন সিএনজি অটোরিক্সা চালকের মধ্যে কথাকাটির জের ধরে ঈদের আগের দিন থেকে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। এ নিয়ে উভয় গ্রামের লোকজন প্রতিশোধ পরায়ন হয়ে একে অন্যকে মোকাবেলা করার প্রস্তুতিও নিচ্ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে পরিস্থিতি অনেকটা ভয়াবহ আকার ধারণ করে। উভয় পক্ষ একে অপরের মোকাবেলা করতে নিজ নিজ এলাকায় প্রস্তুতি গ্রহণ করেন। হঠাৎ করে সকাল সাড়ে ১১ টার দিকে মাইকে আক্রমনের জন্য ঘোষনা দিয়েই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে এবং সিলেট বিয়ানীবাজার সড়ক অবরোধ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করে। এলাকার নিরিহ লোকজন দিকবিদিক ছুটাছুটি শুরু করেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন লোক আহত হয়েছেন। তাদেরকে সিলেটের বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, সংঘর্ষ থামাতে গিয়ে তিনি এবং থানার ওসি তদন্তসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। সংঘর্ষে জড়িয়ে পড়া লোকজনকে ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করা হয়েছে। রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে বিপুল সংখ্যক পুলিশসহ তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান।

আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন জানান, সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি জানান, বিষয়টি আপোশ মিমাংসার জন্য বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লবসহ রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে জড়িত নেতারা দুপুরে উভয় পক্ষকে নিয়ে তাঁর অফিসে বৈঠক করেছেন। উভয় পক্ষই আপোশ মিমাংসায় সম্মত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা কমেনি। থমথমে অবস্থা বিরাজ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।