বাহুবলে ইটভাটা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বাহুবল সংবাদদাতা :

হবিগঞ্জের বাহুবলে ইটভাটার শৌচাগার থেকে সুজেল মিয়া (২৪) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার হাফিজপুর এলাকার মর্ডাণ ব্রিকস থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুজেল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক থেকে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।




