চুনারুঘাটে পাইপগানসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
চুনারুঘাট সংবাদদাতা :

হবিগঞ্জের চুনারুঘাট থেকে দেশীয় পাইপগানসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে পাইপগান ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, চুনারুঘাট উপজেলার আমতলা এলাকার আব্দুল করিমের ছেলে সুমন মিয়া (২৪) ও একই উপজেলার লাতুরগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জসিম উদ্দিন (১৯)।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান।
তিনি জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাটের ভুলারজং এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দুপুরে একই এলাকায় অভিযান চালিয়ে সজিম উদ্দিন নামের আরো একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে র্যাব।
এএসপি কামরুজ্জামান আরো বলেন, গ্রেফতারকৃত দুইজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ এবং নিজেরা তৈরী করে বিক্রি করে আসছিল।




