হবিগঞ্জে লকডাউনে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমিউনিস্ট পার্টি
সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শনিবার কিছু শুভানুধ্যায়ী ও পার্টির কমরেডদের অর্থায়নে করোনা পরিস্থিতিতে শতাধিক কর্মহীন শ্রমজীবী গরীব মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বি-জামান খান সড়কস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী ও নাগরিক আন্দোলন, হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্যিক এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বাবু স্বদীপ বনিক, নাগরিক আন্দোলন, হবিগঞ্জ এর সহ সভাপতি হুমায়ুন খান, দপ্তর সম্পাদক মোঃ সোহরাব খান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, জয়দ্বীপ সাহা, মাসুদ পারভেজ, জেলা সিপিবি নেতা এড. মুখলেছুর রহমান, চৌধুরী মহিবুন্নুর ইমরান, মোঃ সামছু মিয়া, বিষ্ণু সরকার, মোঃ আহাদ মিয়া, মোঃ সাহেব আলী, মোঃ সমসু মিয়া, রনজিত সরকার, কাজল মিয়া, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগঠক রাহিমুল চৌধুরী, মোঃ বজলুর রহমান, মোঃ আলমগীর প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন লকডাউনে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কষ্টকর দিন কাটাচ্ছেন। সরকার ধনিক শ্রেনিক মুনাফার জন্য কলকারখানা খুলে দিয়ে ৫০ লক্ষ শ্রমিককে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিয়েছে। তাই সকলকেই নিজ দায়িত্বে মাক্স পড়তে হবে, টিকা নিতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কারণ এই জনগোষ্ঠীকে দেখার কেউ নেই।




