২০ আগস্ট পবিত্র আশুরা

Published: 9 August 2021

বিশেষ সংবাদদাতা :


বাংলাদেশের আকাশে সোমবার কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১১ আগস্ট থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

আজ সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৪৪৩ হিজরির মুহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও আশুরার তারিখ নির্ধারণে সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।