মাধবপুরে পুনাকের যাত্রা শুরু

Published: 13 August 2021

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার বিকালে মাধবপুর থানার হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়।
পুনাকের সভাপতি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সহধর্মিণী তাহেরা রহমানের সভাপতিত্বে এ্যামি চাকমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাধবপুর চুনারুঘাটের সার্কেল মুহসীন আল মুরাদ ও তার সহধর্মিণী জেলা পুনাকের গন সংযোগ সম্পাদক শামীমা নাসরিন বীথি, বাহুবল সার্কেল আবুল খায়ের,জেলা পুনাকের সাংস্কৃতিক সম্পাদক শর্মিলা দে,মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক তার সহধর্মিণী নিপা রাজ্জাক,চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ ও তার সহধর্মিণী মীম তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর রমজান মিয়া,ওসি তদন্ত আমিনুল ইসলাম,মনতলা পুলিশ ফাড়ির ইনচার্জ আঃ কাইয়ুম,এস আই ফজলে রাব্বি,এস আই শিবানী দে,ঝুমা রানী পাল,রহিমা জেসমিন বৃষ্টি,মাধুরী ভৌমিক প্রমুখ।

সভায় পুনাকের সভাপতি তাহেরা রহমান তার দীর্ঘ বক্তব্যে পুনাকের কার্যক্রম সভায় তুলে ধরেন।
উল্লেখ্য হবিগঞ্জে পুনাকের কার্যক্রম এই প্রথম