মাধবপুর বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগের খাবার বিতরন

Published: 15 August 2021

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থ ও অসহায়দের উপজেলা আওয়ামীলীগ খাবার বিতরন করেছেন। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।

রোববার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের কাল রাত্রিতে শাহাদাত বরনকারীদের রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান জানান, শোকাবহ আগষ্টের প্রথম দিন থেকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ৫ আগষ্ট শেখ কামালের জন্মদিন এবং ৮ আগষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনও পালন করে উপজেলা আওয়ামীলীগ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমান,সহ সভাপতি জায়েদ খান, মহিউজ্জামান হারুন,সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়সহ উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের সকল নেতৃবৃন্দ।