মাধবপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর পৌরশহরের ঘুমুটিয়া গ্রাম থেকে সোমবার সকালে পিন্টু রায় (৪০)নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মরদেহ প্রেরন করা হয়েছে। পিন্টু রায় ওই গ্রামের মৃত মাখন রায়ের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন অসুস্থ অবস্থায় পিন্টু রায় কে স্বজনরা রোববার সন্ধ্যায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন । পরে মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়।
পিন্টুর স্ত্রী অনামিকা রায় এ সময় তার বাবার বাড়ি নারায়নগঞ্জ ছিলেন। স্বামী মারা যাওয়ার খবর পেয়ে নারায়গঞ্জ থেকে এসে মরদেহ দেখে সন্দেহ পোষন করে তার স্বামী কে হত্যার অভিযোগ এনে থানায় খবর দেন। পরে এস আই ফজলে রাব্বি ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুুুত করে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ওসি বলেন ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।




