মাধবপুরে কারেন্ট জাল ও মশারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

Published: 24 August 2021

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে ২৩ টি কারেন্ট জাল ও ৩১ টি মশারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকতা আবু আসাদ ফরিদুল হকের নেতৃত্বে মাধবপুর জাল বাজারে অভিযান চালিয়ে মাছ ধরার এ জাল গুলো উদ্ধার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে এ জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম মঈন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।