মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার-১, অটোরিক্সা জব্দ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাঁজা পাচারের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ আগষ্ট) রাত ১০টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির (পুলিশ পরিদর্শক) ইনচার্জ উত্তম কুমার দাশ এর নেতৃত্বে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ বিষ্ণপুর গ্রামের ফারুক মিয়া(৪৫)কে গ্রেপ্তার করে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের রমিজ উদ্দিনের পুত্র। কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ আটকের সত্যতা নিশ্চিত করে জানান ,ধৃতের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।




