বানিয়াচঙ্গে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

Published: 28 August 2021

বানিয়াচং সংবাদদাতা :

হবিগঞ্জের বানিয়াচঙ্গে জলমহালের টাকার হিসেবকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউনুছ আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়ে আরো অন্তত ১০ জন।

তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুকড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, ওই গ্রামের মারত আলী ও মন্নর আলীর মধ্যে তাদের গ্রামের জলমহালের টাকার হিসেব দেয়া নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই মারত আলীর পুত্র ইউনুছ আলী নিহত হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় মোস্তফা মিয়া, মিনারা বেগম, মাজেদ মিয়া, ইমন মিয়া, মারত আলীসহ অন্তত দশজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।