মাধবপুরে ২ হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামে ঐতিহ্যবাহী হযরত শাহজালাল(রহঃ) হাফেজি মাদ্রাসার সদ্য পবিত্র কোরআন মুখস্তকারী নতুন ২ জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান উপলক্ষে শুক্রবার (২৭ আগষ্ট) বাদ মাগরিব মাদ্রাসার ময়দানে এক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে ২জন ছাত্র পবিত্র কোরআন মজিদ হিফজ সম্পন্ন করায় তাদেরকে পাগরী পড়িয়ে দেন মাহফিলের সভাপতি খান্দুরা হাবেলীর পীর সাহেব সৈয়দ তাকি বকত সাহেব এবং প্রধান অতিথি জেঠাগ্রাম দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা হাফিজুর রহমান চৌধুরী রুবেল শাহ সাহেব
মাদ্রাসা
পরিচালানা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক হামিদুর রহমান এর সঞ্চালনায় উক্ত মাহফিলে বক্তারা বলেন, আজকের বিশ্বে চলমান অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে দিনে দিনে আমরা আল্লাহ ও তার রাসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এখনও সময় আছে আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসার।তাহলেই পৃথিবী হবে শান্তির নিবাস।
এ সময় আরও বক্তব্য রাখেন হযরত মাওঃ কাউছার খান মুজাহিদী,মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোশারফ হোসেন,হাফেজ শাহ নুরুজ্জামান,হযরত মাওঃ গোলাম মাহমুদু নবী হাদি,হাফেজ এমরান হোসেন, বিশিষ্ট মুরব্বী কাজী সিরাজুল হক,আঃ রশিদ মেম্বার, ফরিদ হোসেন,আক্কাস আলী,রফিক মিয়া,ইয়াছিন উদ্দিন মাষ্টার, সালাউদ্দিন মাষ্টার,গিয়াস উদ্দিন, আব্বাস উদ্দিন,আঃ ছোবান, কাজী স্বপন,আশরাফ আলীসহ অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খান্দুরা হাবেলী পীর সাহেব সৈয়দ তাকি বকত এর পক্ষ থেকে মাদ্রাসার সকল ছাত্রদের উপহার সামগ্রী প্রদান করা হয়।




