মাধবপুরে চা বাগানে জন্মাষ্টমীর শুভযাত্রা

Published: 30 August 2021
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :

শ্রী কৃষ্ণের আবির্ভাব জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে শুভাযাত্রা করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানবাসী। সোমবার সকালে জগন্নাথ মন্দির থেকে শুরু করে শুভাযাত্রাটি চা বাগানের নতুন লাইন, পুরান লাইন, কন্দপাড়া, বিছ লাইন ও শিকাড়ী বাড়ি এলাকা পরিদর্শন করে পুনরায় জগন্নাথ মন্দিরে এসে শেষ হয়। উক্ত শুভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাগান নেতৃবৃন্দ সহ কয়েক শতাধিক নারী ও পুরুষ উপস্থিতি লক্ষ্য করা যায়।