মাধবপুরের মনতলা বাজারে দু:সাহসিক চুরি
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারের দুটি দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে।
সোমবার (৩০ আগষ্ট) রাত ৩টার দিকে মনতলা বাজারের আল-আমীন ট্রেডার্স ও আদিবা চৌধুরী ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে। আদিবা চৌধুরী ট্রেডার্স এর মালিক মো: শাকিল চৌধুরী জানান, দোকানের শাটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া অন্য কিছু নেয়নি। এব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ করবো। আল-আমীন ট্রেডার্স এর মালিক মো: মোজাম্মেল মিয়া জানান, শাটার ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও বাকীর হিসাবের খাতাটি নিয়ে গেছে, যেটায় প্রায় ৪০ লক্ষ টাকার বাকীর হিসাব ছিল।
এছাড়া অন্য কিছু নেয়নি। তিনি আরও বলেন, আমরা একজন পাহারাদার ঘটনার সাথে জড়িত আছে বলে সন্দেহ করছি। কারণ পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখে গেছে রাত ৩টার পরে দুই ব্যাক্তি তার সামনে দিয়ে হেটে চলে যাচ্ছে। তাদের হাতে প্লাস সহ বিভিন্ন জিনিস ছিল। বাজারের নিয়ম হচ্ছে রাত ১২টার পরে কেউ বাজারে আসলে তাকে আটক বা জিজ্ঞেসাবাদ করতে হবে।
কিন্তু পাহারাদার তাদের কিছু জিজ্ঞেস করেনি। মনে হয়েছে লোকগুলো তার পরিচিত। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রতন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বাজারের পাহারাদাররা বলেছে ফজরের আজানের পরে তারা চলে যায়। সম্ভবত এরপর চুরি সংঘটিত হয়েছে। নগদ টাকা ছাড়া অন্য কিছু চুরি হয়নি। তিনি বলেন, এব্যাপারে কেউ অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।




