মাধবপুরে পাঁচ লক্ষাধিক টাকার চোরাই মোবাইল সহ গ্রেফতার-৩

Published: 31 August 2021

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে ২৯টি চোরাই মোবাইল সহ তিন ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম জগদীশপুর বাজারের একটি মোবাইল ফোনের দোকানের সামনে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের ২৯ টি চোরাই এন্ড্রয়েড মোবাইল ফোন সহ তিন ব্যাক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তির হলো ব্রাহ্মণবাড়িয় জেলার আশুগঞ্জ উপজেলার মো: ইদন মিয়ার পুত্র মো: আরমান হোসেন (২৭) ও মো: মারুফ হোসেন (২৫) একই জেলার নাসিরনগর উপজেলার সিংহ গ্রাম এলাকার শ্রী শচীন্দ্র মন্ডলের পুত্র শ্রী বাবুল মন্ডল (২৪)।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মন্ডল এলাকা ক্রয় করে এনেছে বলে গ্রেফতারকৃত ব্যাক্তিরা স্বীকার করছে। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলছে। #