মাধবপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

Published: 1 September 2021

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুওে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ৪৩তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে বিএনপি মাধবপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে স্থানীয় একটি করভেশন সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। পৌর বিএনপির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সভাপতি আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম আহবায়ক কাউন্সিলর বাবুল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মাসুক রহমান, বিএনপি’র নেতা ফারুক পাঠান, হাজী মহারাজ খাঁন, সোবান মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, সাবেক ছাত্রদল নেতা রাশেল আহম্মদ প্রমূখ। পরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।