মাধবপুরে সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু

Published: 3 September 2021

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের রেংঘুটিলা নামক এলাকার বাবুল সাওতালের ছেলে স্বপন সাওতাল গিরিশ(৪০)নামক এক চা শ্রমিক সাপের কামড়ে শুক্রবার সকালে মারা গেছে। স্বপন সাওতালের কলেজ পড়ুয়া মেয়ে হীরামনি সাওতাল জানায় বৃহস্পতিবার রাতে প্রতিবেশী শ্যামল সাওতালের ঘরে একটি সাপকে প্রবেশ কওে ।

 

তারবাবাকে খবর দিলে সে সাপটি ধরে বিভিন্ন লোকজনকে দেখানোর পর বাড়ীতে নিয়ে আসে । কোন সময় হাতে কামড় দেয় সে বুঝতেই পারেনি । স্বপনের স্ত্রী অনিতা সাওতাল জানায় রাত ১২টায় সাপ নিয়ে বাড়ীতে আসলে সে তারভাসুরকে ডাকতে চাইলে স্বপন সাপটি নিয়ে ঘর থেকে বেড়িয়ে যায় এবং মেরেজঙ্গলে ফেলেআসে । কিছুক্ষন পর স্বপনের শরীওে যন্ত্রনা শুরুহয় । মেয়ে হীরামনি ডান হাতে সাপের কামড় দেখতে পেয়ে রশি দিয়ে বেঁধে দেয় । শুক্রবার সকালে ৩ সন্তানের জনক স্বপন সাওতাল গিরিশ মারা যায়। মৃত সাপটি খুঁজে এনে লাশের পাশে রেখেছে । মৃত দেহ বাড়ীতে রেখে ওঝার খুঁজে বেড়িয়েছে আত্মীস্বজন ।