মাধবপুরে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

Published: 10 September 2021
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে  বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২১ বোতল ফেন্সিডিল সহ রহিমা খাতুন (৩৭) নামে এক নারী মাদক কারবারি কে আটক করেছে। আজ (শুক্রবার) দুপুরে ধর্মঘর সীমান্তের ১৯৯৫/৯ এস পিলারের ৮০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে ওই নারী মাদক কারবারি কে আটক করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ’র অধিনায়ক লে.কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, ধর্মঘর ক্যাম্পের নায়েক  আমিরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২১ বোতল ফেন্সিডিল সহ  রহিমা খাতুন কে আটক করে। রহিমা খাতুন মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।