মাধবপুরে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছে ১৮৬ টি শিক্ষা প্রতিষ্টান
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে করোনার কারনে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্টান গুলো বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদের বরন করার দৃশ্যও দেখা গেছে। শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে যাবার পর শিক্ষকরা শিক্ষার্থীদের বরন করতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্টানে শিক্ষকরা বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যাপক উৎসাহের মাধ্যেমে বিদ্যালয় চালু করেছেন। কোন কোন বিদ্যালয়ে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরন করতেও দেখা যায়। বিশেষ করে সুন্দাদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে , নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভালবাসার প্রকাশ ছিল ভিন্ন রকম। সুন্দাদিল সরকরি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন, দিয়ে গেইট সাজিয়ে অন্য রকম এক পরিবেশ তৈরী করা হয়।
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, মাধবপুর উপজেলার ১৪৯ টি বিদ্যালয় আজ থেকে চালু হয়েছে। অনেক বিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ ছিল। আজ প্রথমদিন যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়নি তাদের হোম ভিজিট করে খোজ খবর নেওয়া হবে।
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, মাদ্রাসা সহ মাধবপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ৩৭ টি শিক্ষা প্রতিষ্টান রয়েছে। সব কটি বিদ্যালয় চালু হয়েছে।




