মাধবপুরে সায়হামের খাদ্য সামগ্রী বিতরণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ১১টি ইউনিয়ন ও পৌরসভার হিন্দু সম্প্রদায়ের ২ হাজার গরীব ও অসহায় লোকজনের মাঝে সায়হাম গ্রুপের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সায়হাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সংদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল আনুষ্টনিক ভাবে খাদ্য সামগ্রী বিতরন উদ্বোধন করেন করেন। এসময় সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কটন মিলের এমডি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহম্মদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম শামীম, নোয়াপাড়া ইউ/পি চেয়ারম্যান এস.এম জাবেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বুল্ল ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, একলাছুজ্জামান ভুইয়া একলাছ,বাবুল রায়,পরিমল দাস,সুমিত পাল, সায়হাম কটন মিলের এস.আর এডমিন ফরাশউদ্দিন পিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




