মাধবপুরে র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ৷
বৃহস্পতিবার( ১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি মনতলা রোডের সুরমা সাহেব বাড়ির প্রবেশ মুখ হতে ১০ কেজি গাঁজাসহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করে করা হয়৷ গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো-মাধবপুর
উপজেলার চৌমুহনী ইউনিয়নেন সাতপাড়া গ্রামের মোঃ আলাই মিয়ার পুত্র মোঃ সালমান (২৫),মোঃ ফোরকান মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (১৮) ও একই এলাকার বানেশ্বরপুর গ্রামের মোঃ মজিদ মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২৮)৷ পরে রাতে গ্রেফতারকৃত আসামীদেরকে এবং উদ্ধারকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তরের করা হয়ে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।




