মাধবপুরের ইয়াবাসহ আটক ১

Published: 21 September 2021

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরের শিয়ালউড়ি থেকে ৯৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে বিজিবি অভিযানে তাকে আটক করা হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান, হরষপুর বিওপির নায়েক সুবেদার সেলিমউল্লাহ এর নেতৃত্বে জোয়ানরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিয়ালউড়ি গ্রামের বেনু মিয়ার পুত্র সোহেল রানা(২৮) কে ৯৫ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।