মাধবপুরে হাইকোর্টের আদেশ লঙ্গন প্রতিবাদে মানববন্ধন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে হাইকোর্টের আদেশ অমান্য করে আবাসিক এলাকায় পরিবেশ ও মানবস্বাস্থ্য দুষনকারী মেগা পোর্ল্টিফার্ম চালু রাখায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে কমলপুর শাহজালাল আলিম মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসা অধ্যক্ষ আনিসুর রহমান আদিল বলেন, পরিবেশ ও পাণীসম্পদ বিভাগের বৈধ ছাড়পত্র না নিয়ে কমলপুর গ্রামে কোয়ালিটি ফিট নামে একটি প্রতিষ্ঠান কয়েকটি মেঘা পোল্টিফার্র্ম চালু করে।
এতে দূর্গন্ধে গ্রামে বসবাস করা কষ্টকর হয়ে উঠে। মারাত্মক পরিবেশ দূষনের হাত থেকে বাচতে জনস্বার্থে আনিসুর রহমান আদিল গত ১ এপ্রিল মাসে হাইকোর্টে রিট পিটিশন করেন। হাইকোর্ট শুনানী শেষে হাইকোর্টেও দ্বৈত বেঞ্চের বিচারক মোঃ মজিবুর রহমান মিয়া ও মোঃ কামরুল হোসাইন মোল্লা পোর্ল্টি কার্যক্রম বন্ধের স্থিতি আদেশ জারি করে ৬ মাসের জন্য রুলনিশি জারি করেন। কিন্তু ৬ মাস হলেও এখন পর্যন্ত সরকারের কোন দপ্তর হাইকোর্টের আদেশ বাস্তবায়নে প্রদক্ষেপ নেয়নি।
কোয়ালিটি ফিডের এজিএম ফয়েজ আহম্মেদ বলেন, কোয়ালিটি ফিড হাইকোর্টেও আদেশ অমান্য করছেনা। হাইকোর্টের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে চলছে। এব্যাপারে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে হবিগঞ্জ উপপরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন,হাইকোর্টের রিটের পরিপেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে সিলেট পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তর প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




