মাধবপুরে প্রতিবন্ধী বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

Published: 24 September 2021

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে জিতেন্দ্র সরকার (৬৬) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত নকুল সরকার এর পুত্র।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোয়াসনগর গ্রামের ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কের পাশের খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিতেন্দ্র সরকার মানুষীক ভাবে কিছুটা অপ্রকৃতস্থ ও অসুস্থ ছিলেন। তিনি মাঝেমধ্যে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন আবার কয়েকদিন পরে ফিরে আসতেন। গত বুধবার সে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে তাকে খুঁজে পায়নি। শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয় লোকজন তার মৃতদেহ সড়কের পাশের খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আঃ রাজ্জাক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।