হবিগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ
হবিগঞ্জ সংবাদদাতা :

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঘুষ-দূর্নিতি-লুটপাট বন্ধ, ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে খোয়াই ব্রীজ চৌরাস্তায় বিকাল ৫টায় বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন- জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী ও চৌধুরী মহিবুন্নুর ইমরান। উপস্থিত ছিলেন- জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আজমান আহমেদ, মোঃ আহাদ মিয়া, বিষ্ণু সরকার, মাসুদ পারভেজ, ঝন্টু সরকার, রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগণ বলেন- শ্রমজীবী গরীব মানুষদের নিয়ে সরকারের কোন মাথাব্যাথা নেই। করোনা মহামারীতে কোটি কোটি মানুষ নতুন করে গরীব হয়েছে। তাদের চাকরী ও কর্মসংস্থান নেই। অথচ সরকার তাদের দুঃখ দুর্দশা লাঘবের চিন্তা না করে ভবিষ্যতে মানুষের ভোটাধিকার হরণ করে কিভাবে পূনরায় ক্ষমতায় টিকে থাকা যায় তা নিয়েই ব্যস্ত। তাই সকল শ্রমজীবী গরীব মানুষ ঐক্যবদ্ধ হয়ে লুটেরা, দুর্নিতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলবে হবে।




