বানিয়াচংয়ে ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত

Published: 29 September 2021

বানিয়াচং প্রতিনিধি :

হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রামীন ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ৪টি নৌকা প্রতিদ্বন্ধিতা করে। বিজয়ী হবিগঞ্জ সদরের পৈল গ্রামের নৌকা। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি ষাড় গরু। দ্বিতীয় পুরস্কার বাগাহাতার নৌকা। পুরস্কার দেওয়া হয়েছে একটি ছাগল।

বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা যুব সংগঠনের আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় চলতি বছরও অনুষ্টিত হচ্ছে নৌকা বাইচ। ২৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় স্থানীয় শাখা কুশিয়ারা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক আজমল হোসেন খান,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, এশিয়ান টিভি‘র প্রতিনিধি আনোয়ার হোসেন, নিউজ টুডে‘র প্রতিনিধি আতাউর রহমান মিলন,আমার হবিগঞ্জ প্রতিনিধি এসকে রাজ প্রমূখ।