দেশের জিডিপি প্রবৃদ্ধি ১.৩% বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

Published: 7 October 2021

পোস্ট ডেস্ক :


করোনাভাইরাস মহামারীর ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি আবারো উচ্চ প্রবৃদ্ধির দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

এর আগে বিশ্বব্যাংক জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। অর্থাৎ আগের পূর্বাভাসের চেয়ে বর্তমান পূর্বাভাসে ১ দশমিক ৩ শতাংশ বেশি প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে।

বৃহস্পতিবার ‘শিফটিং গিয়ারস: ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট প্রোজেক্ট’ শিরোনামের দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক হালহকিকতের ওপর বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, চলতি অর্থবছরের জাতীয় বাজেটে সরকার জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।