ছাতকে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা :

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী গুরুতর আহতের খবর পাওয়া গেছে।
রোববার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সড়কের ঝাওয়ার খাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষিণকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।
তিনি জানান, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী ফোরস্ট্রোক সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ফোরস্টোকটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে, এতে এখন পর্যন্ত দুইজন মারা গিয়েছেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায় নি। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিক্ষোব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।




