মাধবপুরে বাদীকে হুমকি নিরাপত্তা চেয়ে থানায় জিডি

Published: 23 October 2021

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের অলিউল্লাহ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে দলিল জাল জালিয়াতির মামলা করায় বাদি আলিয়া বেগমকে মামলা প্রত্যাহার করে নিতে হুমকির অভিযোগ উঠেছে। নিরুপায় আলেয়া বেগম জীবনের নিরাপত্তা চেয়ে মাধবপুর থানায় একটি জিডি করেছেন।

 

জিডিতে তিনি উল্লেখ করেন হাড়িয়া গ্রামের অলিউল্লা নামে এক ব্যাক্তি আলেয়া বেগমের জমির দলিলাদি জাল জালিয়াতি সৃষ্টি করে।

 

এ ঘটনায় তিনি হবিগঞ্জ আদালতে মামলা করলে বিচারকরে নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) হবিগঞ্জ শাখা অলি উল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগ দাখিলের পর থেকেই বাদি আলেয়া বেগমকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। অভিযুক্ত অলিউল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতের মামলাটি মোকাবেলা করা হচ্ছে তবে আলেয়া বেগমকে কোন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছেনা।

 

মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক সোহেল রানা জানান, বাদি থানায় জিডি করার পর আদালতের নির্দেশে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ফেলে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।