কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনলেন মমতা

Published: 2 November 2021

পোস্ট ডেস্ক :


কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস সামনে বিজেপি বিরোধিতা দেখায়, আড়ালে তাদের সমঝোতা চলে। তাঁর গোয়া সফরে এটা আরও প্রকট হয়েছে বলে মমতার দাবি। তিনি বলেন, গোয়ায় বিজেপির উদ্যোগে তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে, তাঁর সভার পোস্টার ছেঁড়া হয়েছে। অথচ রাহুল গান্ধী ১০০ গাড়ির কনভয় নিয়ে গোয়ায় ঘুরেছেন। তাঁকে কেউ কালো পতাকা দেখায়নি অথবা তাঁর পোস্টারও ছেঁড়া হয়নি। তৃণমূল নেত্রী বলেন, এর দ্বারাই বোঝা যাচ্ছে বিজেপির মিত্র কারা আর কাকেই বা বিজেপি প্রধান শত্রু মনে করে। মমতা আরও বলেন, প্রথমবার সরকার গঠনের সময় কংগ্রেস তৃণমূল সরকারের শরিক ছিল।

কিন্তু, ২০১২ সালে এল পি জি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তৃণমূল ইউ পি এ থেকে বেরিয়ে আসতেই রাজ্যে কংগ্রেস মন্ত্রিসভা থেকে বেরিয়ে সি পি এমের সঙ্গে হাত মেলায়। কংগ্রেস যে বরাবর এইরকম দ্বিচারিতা করে চলেছে তা জানিয়ে মমতা বলেন, তৃণমূল প্রমান করে দেবে সর্বভারতীয় ক্ষেত্রেও কংগ্রেসকে বাদ দিয়ে চলা যায়। কংগ্রেস নেতা, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম প্রত্রিক্রিয়া জানিয়ে বলেছেন, মমতা বাংলার চোখ দিয়ে গোটা ভারতকে দেখছেন, যা ঐতিহাসিক ভুল।