ব্রেইলে কোরআন ও এর ব্যাখ্যা পড়ার ডিভাইস আনল সৌদি

Published: 18 December 2021

পোস্ট ডেস্ক :


সৌদি আরব সম্প্রতি পবিত্র কোরআন ও এর ব্যাখ্যা ব্রেইলে বহন করে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস তৈরি করেছে। দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এক বিবৃতিতে বলে, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এখন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সহজে কোরআন ও এর ব্যাখ্যা পড়তে পারবে। ডিস্টরনিউজ ডটকম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

দুই পবিত্র মসজিদের বিষয়ক সভাপতি আব্দুল রহমান আল-সুদাইস বলেন, এ ধরনের প্রকল্পগুলো চালু করার জন্য এবং ইসলাম ও মুসলমানদের সেবা করার জন্য প্রযুক্তির উপায়গুলোকে কাজে লাগাতে হবে। তবে প্রতিবেদনে ডিভাইসটির বিস্তারিত প্রকাশ করা হয়নি। গত জানুয়ারিতে সৌদির একটি সংস্থা ডিভাইসটি তৈরিতে আগ্রহ দেখায়।

এ ছাড়াও, সৌদি আরব গত সপ্তাহে একটি প্রোগ্রাম চালু করেছে যা মুসলমানদের ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) মাধ্যমে কাবার এক কোণে রাখা হাজরে আসওয়াদ বা কালো পাথর দেখাতে পারবে।