প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ছাতকে যুবক গ্রেপ্তার

Published: 25 December 2021

ছাতক সংবাদদাতা :


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত এবং হাইকোর্ট নিয়ে অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগে লুৎফুর রহমান শাওন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে।

শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট এবং রাষ্ট্রবিরোধী কয়েকটি ফেসবুক গ্রুপ এবং পেজ পরিচালনা করে গুজব ছড়াতেন শাওন। এমন অভিযোগে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা নং (২০) দায়ের করেন।

এর প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা ছাতক থানার সাব-ইন্সপেক্টর নাজমুল শেখ তদন্ত শেষে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে মামলার বাদী ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানান, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে, মহামান্য হাইকোর্টকে অবমাননা এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন গ্রুপ ও পেজ তৈরি করে তিনি গুজব ছড়াতেন। এসব বিকৃত পোস্ট দেখে এলাকার ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর প্রেক্ষিতে তিনি মামলাটি করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।