ছাত্রীর সাথে সহকারি প্রধান শিক্ষকের অশালীন ফোনালাপ ফাঁস, উত্তপ্ত সুনামগঞ্জ

Published: 11 January 2022

সুনামগঞ্জ সংবাদদাতা :


সুনামগঞ্জ সদর উপজেলার হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের সাথে এক ছাত্রীর অশালীন ফোনালাপ ফাঁস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় সাধারণের মাঝে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। শিক্ষকের এমন কথোপকথনে উদ্বেগ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবকরা। বিদ্যালয়ের সহকারি প্রধানের এমন মনোভাবে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

উল্লেখ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে সহকারি প্রধান শিক্ষক শাহীনুল ইসলামের ফোনালাপ ভাইরাল করে কে বা কারা। ফোনালাকালে ঐ শিক্ষক ছাত্রীকে করুচিপূর্ণ নানা ইঙ্গিত প্রধান করেন। শিক্ষকের এমন কথোপকথনে ছাত্রী এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি বারংবার অশালীন কথার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করেন।

এদিকে সহকারি শিক্ষক শিক্ষকের এমন কান্ডের শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় অভিভাবক ও স্থানীয়রা। মঙ্গলবার বিকালে স্কুলের সামনে মানববন্ধনে আয়োজন করা হয়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করছে। অভিলম্বে তাকে অপসারণ না করা হলে আন্দোলনের ডাক দেয়া হুশিয়ারী দিয়েছেন অভিভাবকমহল।

এডভোকেট আমিনুল ইসলাম বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমরা ভরসা করে ছেলেমেয়েদের স্কুলে পাঠাই। সেই রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় থাকেন তাহলে আমরা কোথা যাবো।
এডভোকেট শহীদুল ইসলাম বলেন, এমন শিক্ষককে জরুরী ভিত্তিতে অপসারণ করা হোক। নতুনবা আমরা আন্দোলনের ডাক দিবো।

এদিকে শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে শিক্ষকের পক্ষে সাফাই গাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহোরাব উদ্দিন বলেন, রেকর্ড শিক্ষকের কিনা তা তদন্ত করতে হবে। শিক্ষতের হলেও ব্যবস্থা নিবো না হলেও ব্যবস্থা নিবো।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীন বলেন বিষয়টি এখনো জানিনি তবে খোঁজ নিয়ে দেখবো।