প্রথমবার পাকিস্তান সফরে বিল গেটস

Published: 17 February 2022

পোস্ট ডেস্ক :


জীবনে প্রথমবার পাকিস্তান সফরে এসেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার জনহিতৈষী বিল গেটস। এ সফরে বৃহস্পতিবার তিনি সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। এই সাক্ষাতের ছবি টুইটারে পোস্ট করেছেন সিনেটর ফয়সল জাভেদ খান। তিনি বলেছেন, পাকিস্তানে পোলিও নির্মূলে গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বিল গেটস। প্রশংসা করেছেন করোনা মহামারি সংক্রান্ত ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) পারফর্মেন্স এবং ঈশা প্রোগ্রামের মতো পদক্ষেপের। পরে বিল গেটসের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ইমরান খান। এই ভোজের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। এ খবর দিয়েছে অনলাইন ডন।

দিনের শুরুতে পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং এনসিওসির প্রধান আসাদ উমর এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফয়সাল সুলতানের সঙ্গে সাক্ষাত করেন বিল গেটস। বিবৃতিতে এনসিওসি বলেছে, এই জনহিতৈষী ফোরামের সকালবেলার অধিবেশনে যোগ দিয়েছিলেন।