সুনামগঞ্জে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ, লাশ নিয়ে সড়কে বিক্ষোভ
পোস্ট ডেস্ক :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের মরদেহ নিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। মৃত ব্যক্তির নাম উজির মিয়া (৪০)। সোমবার দুপুর দুইটা থেকে প্রায় তিন ঘন্টাব্যাপি উপজেলার পাগলাবাজার এলাকায় এ বিক্ষোভ করেন স্থানীয়রা।
জানা যায়, উজির মিয়াকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল শান্তিগঞ্জ থানা-পুলিশ। তার বাড়ি উপজেলার শত্রুমর্দন গ্রামে। নিহতের ছোট ভাই ডালিম মিয়া জানান, তার ভাইকে পুলিশ ধরে নিয়ে থানায় নির্যাতন করে। পরদিন তাকে একটি চুরির মামলায় আদালতে পাঠালে জামিনে মুক্ত হন। এরপর থেকে উজির মিয়া গুরুতর অসুস্থ হন।
এ অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।
এরপর বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী উজির মিয়াকে নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম ঘটনাস্থলে যান। তাদের হস্তক্ষেপে বিকেল পাঁচটার দিকে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ প্রত্যাহার করেন।




