দেশের কৃষির উন্নয়নে ৫০ কোটি ডলার অর্থায়ন আসছে

Published: 28 February 2022

বিশেষ সংবাদদাতা :


দেশের কৃষি খাতে নতুন একটি প্রকল্পে ৫০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদনের উন্নয়ন ঘটাতে এই অর্থায়ন করবে সংস্থাটি।

সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে বিশ্ব ব্যাংকের গ্লোবাল পরিচালক (কৃষি ও খাদ্য) মার্টিন ভ্যান নিউকোপ এই প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব ব্যাংকের অর্থায়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনলজি প্রজেক্ট (এনএনটিপি) নামের একটি প্রকল্প ছিল। এর মাধ্যমে বিভিন্ন গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি সহায়তার বিষয় ছিল। ২০২৩ সালের জুনে ওই প্রকল্প শেষ হবে। বাংলাদেশে সরকার অনুরোধ করেছিল যেন এই প্রকল্প শেষ হলে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকে। দানাদার খাদ্য উৎপাদন বাড়াতে এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়াতে বিশ্ব ব্যাংক কীভাবে সহযোগিতা করতে পারে, সেটা তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল।’

সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে ৫০ কোটি ডলারের এই যৌথ প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানান ড. রাজ্জাক। তিনি বলেন, ‘মূল বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তেনের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন বাড়াতে হবে। মানুষ বাড়ছে, সে অনুযায়ী উৎপাদন না বাড়াতে পারলে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।’

এ সময় বাংলাদেশের উন্নয়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতার প্রশংসা করেন কৃষিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়নের অন্যতম সহযোগী বিশ্ব ব্যাংক বিভিন্ন ভৌত অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে তাদের ভূমিকা রেখে চলছে। প্রায় সব মন্ত্রণালয়ে বিশ্ব ব্যাংকের কর্মসূচি রয়েছে।’